ডেস্ক: আমি গুজরাটি হলেও হিন্দিকে বেশি ভালোবাসি। মাতৃভাষা আমাদের গর্বের বিষয়, বারাণসীতে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৯ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাজভাষা সম্মেলনকে দিল্লির বাইরে নিয়ে যাওয়া হবে। কারণ আমাদের মনে হয়েছিল, রাজভাষার বিষয়টি রাজধানীর বাইরে নিয়ে যাওয়া উচিত। সেটাই করেছি। আমি গুজরাটি হলেও হিন্দিকে বেশি ভালোবাসি। আমাদের মাতৃভাষা আমাদের গর্বের বিষয়। এর মধ্যে কোনও লজ্জা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, হিন্দিকে নিয়ে অনেক সময় বিতর্ক তৈরিও হয়েছে। তা এখন আর নেই। কারণ খোদ প্রধানমন্ত্রী এই ভাষার প্রচার-প্রসারে চেষ্টা করছেন। দুনিয়ার যে কোনও জায়গায় নরেন্দ্র মোদী হিন্দিতেই তাঁর বক্তব্য রেখেছেন।
আজ বারাণসীতে পা দিয়েই মদনমোহন মালব্যের মূর্তিতে মালা দিয়ে প্রচারাভিয়ান শুরু করেন অমিত শাহ। এর পরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সূত্রের মতে, বৈঠকে মূলত উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এলাকায় জনসংযোগ, শক্তিশালী সংগঠন গড়তে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার মতো বিষয়গুলিতে জোর দেন অমিত শাহ। বৈঠকে রাজ্যের প্রত্যেকটি বুথে বুথ কমিটি গড়ার উপরে জোর দিয়েছেন তিনি। সব মিলিয়ে রাজ্যে অন্তত দেড় লক্ষ বুথ কমিটি তৈরি করতে বলেছেন।