প্রথম পাতা খবর মুচিপাড়ায় গুলি কাণ্ডের অভিযুক্তরা ধরা পড়ল বাবুঘাটে অস্ত্র বিক্রির সময়!

মুচিপাড়ায় গুলি কাণ্ডের অভিযুক্তরা ধরা পড়ল বাবুঘাটে অস্ত্র বিক্রির সময়!

95 views
A+A-
Reset

মুচিপাড়ায় দুষ্কৃতীদের গুলি চালনার ঘটনায় নতুন মোড়। শনিবার ভোরে ঘটনাস্থলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। দু’দিনের চেষ্টার পর সোমবার গভীর রাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল ওই দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ বাবুঘাট থেকে ধরা হয় আয়ুষ কুমার ঝা এবং পীযূষ গুপ্ত নামে দুই যুবককে। তাঁদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বাবুঘাটে হাজির হয়েছিল তারা। রাত প্রায় দেড়টা নাগাদ গ্রেফতার করা হয় দু’জনকে।

অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারায় মামলা রুজু হয়েছে। পরে পুলিশের তরফে নিশ্চিত করা হয়, এঁরাই শনিবার মুচিপাড়া এলাকায় গুলি চালিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছিল শনিবার ভোর চারটের সময়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া থানার প্রেম চাঁদ বড়াল স্ট্রিট এবং রাজা রামমোহন রায় সরণির সংযোগস্থলে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে দুর্ঘটনা ঘটায়। এর পরই গাড়ির সওয়ারিদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। কোনওমতে গাড়ি নিয়ে এলাকা ছাড়লেও কিছু ক্ষণ পর বাইকে চড়ে ফের আসে দুই যুবক। এসে এলাকা বাসীদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় তারা।

সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও অভিযুক্তদের খোঁজ এতদিন মেলেনি। অবশেষে বাবুঘাটে অস্ত্র বিক্রির ছক ভেস্তে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.