এসবিআই এসপ্ল্যানেড শাখায় মুদ্রা মহোৎসব, ৩২ জন ঋণগ্রহীতাকে ১.৭৩ কোটি টাকা

কলকাতা: মুদ্রা (MUDRA) মহোৎসব পালন করা হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র এসপ্ল্যানেড শাখায়। মুদ্রা ঋণ ​​মঞ্জুর করা হয়েছে, এমন ঋণগ্রহীতাদের অনুমোদনের চিঠি হস্তান্তরিত হল এ দিন।

ব্যাঙ্ক জানায়, মোট ৩২ জন গ্রাহককে ১.৭৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন চার জন মহিলা উদ্যোক্তাও। তাঁদের জন্য মঞ্জুর করা হয়েছে মোট সাড়ে ১৭ লক্ষ টাকা।

অন্যান্য সরকারি স্পনসর্ড স্কিম, ব্যাঙ্কিংয়ের পাশাপাশি ডিজিটাল সচেতনতা, সাইবার নিরাপত্তা, আর্থিক সাক্ষরতা এবং জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এসবিআই-এর এই উদ্যোগে সমস্ত গ্রাহকরা খুশি প্রকাশ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অঞ্চল-৩-এর রিজিওনাল ম্যানেজার সত্যনারায়ণ সেনাপতি, বিকাশ বাগচী (এজিএম এবিইউ অ্যান্ড জিএসএস, এসবিআই এলএইচও কলকাতা), সৌমেন রায় (এজিএম এসএমই, এসবিআই জোনাল অফিস কলকাতা)-সহ শাখা এবং আরবিও আধিকারিকরা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন