হাসপাতালে কেমন আছেন মুকুল রায়? জানালেন ছেলে শুভ্রাংশু

কলকাতা: হাসপাতালে ভর্তি আছেন মুকুল রায়। শনিবার সন্ধ্যায় জানা গেল, আইসিইউ-এ রয়েছেন, অক্সিজেন চলছে। তাঁর শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও সঙ্কট কাটেনি।বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মুকুল রায়। ভর্তি করা হয় বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে।

এ দিন বাবাকে দেখে আসার পর শুভ্রাংশু রায় বলেন, “আইসিইউ-এ রয়েছেন, অক্সিজেন চলছে। অপারেশন হওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন। সেখান থেকে বের করা হয়েছে গতকালই। এখনও ক্রিটিকাল অবস্থা, তবে স্থিতিশীল। যেমন অবস্থায় আনা হয়েছিল এখানে, অনেকটা ভাল। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছেন। যদিও এখনও সেভাবে জ্ঞান ফেরেনি। কিন্তু ডাকলে সাড়া দিচ্ছেন। রাইলস টিউবে খাবার খাচ্ছেন। যেহেতু ব্রেনের অপারেশন তাই চিকিৎসকরা বলছেন সময় লাগবে।”

শুভ্রাংশু আরববলেন, “মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যে রয়েছেন। অভিষেক ব্যস্ততার মধ্যে রয়েছেন। তাই হয়তো আসতে পারছেন না। কিন্তু দলের তরফে খোঁজ নিচ্ছেন তাঁরা। এমনকি বিজেপির তরফেও খোঁজ রাখা হচ্ছে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুকুল রায়ের চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষ মেডিক্যাল দল। সেই দলের নেতৃত্বে রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ এসএন সিংহ। তা ছাড়াও এই দলে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। তাঁরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন বর্ষীয়ান রাজনীতিবিদকে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে