আজ ভোরে পঞ্জাবের অমৃতসরের খাসা ক্যান্ট এলাকার আকাশে একাধিক সশস্ত্র পাকিস্তানি ড্রোন দেখা যায়, যেগুলো ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয়। পাকিস্তান বারবার ভারতের সামরিক ঘাঁটি ও বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সেনা বাহিনী।
ভারতীয় বাহিনী পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট এবং একটি জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আজ ভোর প্রায় ৫টার দিকে খাসা ক্যান্ট অঞ্চলের আকাশে একাধিক শত্রু সশস্ত্র ড্রোন দেখা যায়। আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিট সঙ্গে সঙ্গে সেগুলোকে ধ্বংস করে। পাকিস্তানের এই ধৃষ্টতা ও ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা একেবারেই মেনে নেওয়া যায় না।”
সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুর প্রতিটি চক্রান্ত ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।