নয়াদিল্লি: মুম্বই-হাওড়া মেলে বোমা হামলার হুমকি। সোমবার ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, মুম্বই-হাওড়া মেল ট্রেনের বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি জলগাঁও স্টেশনে থামানো হয়েছে।
রেলওয়ে জানায়, সোমবার ভোর ৪টের কিছুটা আগে কন্ট্রোল রুমে এই বার্তা পৌঁছায়। উল্লেখ্য, ট্রেনটি যখন মুম্বই থেকে হাওড়ার দিকে চলছিল যখন এই বোমা হুমকি পাওয়া যায়।
হুমকির পরে তদন্ত সংস্থাগুলিকে সতর্ক করা হয় এবং দ্রুত মুম্বই-হাওড়া মেল ট্রেনের পুরোটা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়।
এই বোমা হুমকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত হয় এবং সেখানে মহারাষ্ট্র পুলিশের প্রতি কটূক্তি করা হয়। হুমকিতে লেখা হয়, “ভারতীয় রেলওয়ে আজ সকালে রক্তের অশ্রু ফেলবে, কারণ ট্রেন নম্বর ১২৮০৯-এ বোমা রাখা হয়েছে।” ওই পোস্টে দাবি করা হয় যে ট্রেনটি নাসিক পৌঁছানোর আগে একটি বড় বিস্ফোরণ ঘটবে।