গণেশ উৎসবের সমাপ্তির আগের দিন মুম্বইয়ে জঙ্গি হুমকি, ৩৪ মানববোমার বার্তা! কড়া নিরাপত্তায় শহর

গণেশ উৎসবের শেষ হবার আগের দিন জঙ্গি হামলার আশঙ্কায় তটস্থ মুম্বই। শহরের ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এক চাঞ্চল্যকর বার্তা পৌঁছনোর পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হুমকি বার্তায় দাবি করা হয়েছে, শহরের ৩৪টি গাড়িতে মানববোমা বসানো হয়েছে এবং আসন্ন বিস্ফোরণে গোটা মুম্বই কেঁপে উঠবে।

বৃহস্পতিবার ওই বার্তা পাওয়ার পরেই তদন্তে নেমেছে ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই ঘটনাটি জানানো হয়েছে অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকেও। পুলিশের প্রাথমিক অনুমান, এ এক বড় ধরনের সন্ত্রাসবাদী ষড়যন্ত্র।

বার্তায় আরও দাবি করা হয়েছে, ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠন হামলার পরিকল্পনা করছে এবং ইতিমধ্যেই ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে। শুধু তাই নয়, এই হামলায় ব্যবহার করা হতে পারে প্রায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক।

এমন পরিস্থিতিতে গণেশ উৎসবের দশম দিনে, অর্থাৎ আগামী শনিবারের ভিড় সামাল দিতে যেমন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি সংবেদনশীল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে টহলদারি। চলছে কম্বিং অপারেশনও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু গুজবে কান না দিয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোনও সন্দেহজনক বিষয় চোখে পড়লে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রশাসনের দাবি, শহরে শান্তিপূর্ণভাবে উৎসব পালন নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের