সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল বিধাননগরে

কলকাতা: রাজ্যের চার পুরসভার নির্বাচনে সকাল ন’টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ছে বিধাননগরে। সবচেয়ে কম ভোটদানের হার চন্দননগরে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত বিধাননগরে ১৪%, আসানসোলে ১৩%, শিলিগুড়িতে ১৩% এবং চন্দননগরে ১১% ভোট পড়েছে।

বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। পুলিশ জিতেন্দ্রকে বুথে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জিতেন্দ্রর অভিযোগ,‘‘বহিরাগতদের দিয়ে ভোট করাচ্ছে তৃণমূল।’’ পাল্টা তৃণমূল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে জিতেন্দ্রর বিরুদ্ধে। কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে তৃণমূল।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বুথে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে একপ্রস্ত বচসাও হয় তাঁর। বিধায়কের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে তৃণমূল।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে