মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুতী, সামসেরগঞ্জ-সহ উত্তপ্ত এলাকায় বাহিনী পাঠাতে বলেছে বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ।
সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন লাগানো এবং পুলিশের গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। শুনানির পর আদালত জানায়, প্রয়োজনে রাজ্যের অন্য জেলাতেও বাহিনী মোতায়েন করা যাবে।
কেন্দ্রীয় বাহিনীকে সবরকম সহযোগিতা করতে বলা হয়েছে রাজ্যকে। রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, এই মামলায় রাজ্যের আপত্তি নেই, যদিও তিনি বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে দাবি করেন।