চেনা ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, ধীরে ধীরে খুলছে দোকানপাট ও ইন্টারনেট

অশান্তির আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। দোকানপাট খুলছে, বাজার বসছে, মানুষজনও রাস্তায় বেরোচ্ছেন। অশান্তির আবহ কাটিয়ে পরিস্থিতি অনেকটাই শান্ত। প্রশাসনের কড়া নজরদারিতে ফের ফিরছে স্বাভাবিকতা।

ইতিমধ্যেই সামশেরগঞ্জ ছাড়া জঙ্গিপুর পুলিশ জেলার অন্যান্য অংশে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভুয়ো খবর ও উস্কানিমূলক বার্তা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপাতত ১৬৩ ধারা বলবৎ থাকছে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরেই ছড়িয়েছিল অশান্তি। তার পর থেকেই যৌথবাহিনী টহল দিচ্ছে বিভিন্ন থানা এলাকায়। আতঙ্ক কাটিয়ে ঘরছাড়া বহু মানুষও ফিরছেন নিজ ঘরে। প্রশাসনের সক্রিয় ভূমিকাতেই ধীরে ধীরে চেনা রূপে ফিরছে জেলা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন