গানের স্কুলে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয়

কলকাতার চারু মার্কেট এলাকার একটি গান শেখানোর স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয় চক্রবর্তী খ্যাতিমান সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই।

দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার পুলিশ মুম্বইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় চক্রবর্তী চারু মার্কেট এলাকার এক গানের স্কুলে শিক্ষকতা করতেন, যেখানে এক নাবালিকা সঙ্গীত শিক্ষা নিতে আসত।

অভিযোগকারিণী কিশোরীর পরিবার থেকে পুজোর আগেই চারু মার্কেট থানায় অভিযোগ জানানো হয় যে, সঞ্জয় চক্রবর্তী সঙ্গীত শেখানোর নামে ওই নাবালিকার ওপর যৌন হেনস্থা চালাতেন। অভিযোগ দায়ের হওয়ার পরই সঞ্জয় মুম্বইয়ে পালিয়ে যান এবং সেখানে বিভিন্ন পরিচিত সঙ্গীতশিল্পীর বাড়িতে আত্মগোপন করেন।

মুম্বইয়ে থাকাকালীন সঞ্জয় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরেও তিনি কলকাতায় ফেরেননি। সেই কারণে চারু মার্কেট থানার একটি টিম মুম্বইয়ে গিয়ে সঞ্জয়ের এক পরিচিত সঙ্গীতশিল্পীর বাড়ির কাছ থেকে তাঁকে গ্রেফতার করে। বর্তমানে পুলিশ সঞ্জয় চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে। এই ঘটনায় সঙ্গীত মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নাবালিকার অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের দাবিও উঠেছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?