শুক্রবার আবারও ভূমিকম্প মায়ানমারে। রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এ দিন। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS)-এর বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিমি গভীরে, যার ফলে আফটারশকের সম্ভাবনা রয়েছে।
এক্স (আগের টুইটার)-এ পোস্ট করে এনসিএস জানিয়েছে, “ভূমিকম্পের মাত্রা: ৪.১, সময়: ১১/০৪/২০২৫ সকাল ৮:০২:১৪ (ভারতীয় সময়)।
গত ২৮ মার্চে মায়ানমারে ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থেকে ভারত ‘অপারেশন ব্রহ্ম’ চালিয়ে যাচ্ছে। ওই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এবং মায়ানমার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানায়।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সহায়তা দল নেপিডোর ৬টি দুর্গত স্থান পরিদর্শন করে। এক্স-এ পোস্ট করে দূতাবাস জানিয়েছে, “অপারেশন ব্রহ্ম আরও বিস্তৃত হচ্ছে। মান্দালয়ে ৬টি দুর্গত স্থান পরিদর্শনের পর আজ নেপিডোর ৬টি এলাকা পরিদর্শন করল ভারতীয় সুরক্ষা ও ধ্বংস ইঞ্জিনিয়ারদের দল। আমাদের মেডিকেল টিমের একজন অর্থোপেডিক সার্জন বর্তমানে নেপিডোর একটি হাসপাতালে ৭০ জন রোগীর চিকিৎসায় সহায়তা করছেন।”