49
আইপিএলের আজকের জমজমাট লড়াই চেন্নাইয়ে। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। লখনউয়ের কাছে শেষ ম্যাচে হেরে কিছুটা চাপে কেকেআর। সেই ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট শিবির।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচে হেরেছে। ধোনির দল কি আজও জয় খুঁজে পাবে না? নাকি কেকেআরের কাছেই হবে তাদের পঞ্চম পরাজয়?
সব জবাব মিলবে আজ সন্ধে ৭:৩০-এ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়োহটস্টার অ্যাপে। উত্তেজনার পারদ চড়ছে চরমে।