সিউড়ি: বীরভূমের সিউড়িতে মুখে চকোলেট বোমা ফেটে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সিউড়ির কলেজপাড়া এলাকায় ৩০ বছর বয়সি সুপ্রিয় দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
মঙ্গলবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন সুপ্রিয়। বুধবার সকালে পরিবারের লোকজন তাঁকে লেপমুড়ি দেওয়া অবস্থায় রক্তাক্ত দেহে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
মৃতের ভাই জানান, ‘‘দাদার ঘরে গিয়ে মা দেখেন, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গায়ের উপর লেপ মুড়ি দেওয়া, গালে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।’’
পুলিশ প্রথমে সন্দেহ করেছিল হেডফোন বা মোবাইল বিস্ফোরণে মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে ময়নাতদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। যুবকের মুখে ফেটে যাওয়া চকোলেট বোমার টুকরো পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ আত্মহত্যার সম্ভাবনার কথা বললেও, কী কারণে সুপ্রিয় এই চরম পদক্ষেপ নিলেন, তা স্পষ্ট নয়। পরিবারের সদস্যরাও এর কোনও কারণ জানাতে পারেননি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।