মহেশতলা ও বেহালার দিক থেকে মঙ্গলবার রাতে কলকাতার আকাশে দেখা গেল সাতটি রহস্যজনক ড্রোন। সেনার নজরে পড়তেই বিষয়টি জানানো হয় কলকাতা পুলিশকে। দ্রুত লালবাজার থেকে বিভিন্ন থানাকে সতর্ক করা হয়।
পুলিশ সূত্রে খবর, প্রথমে হেস্টিংসে দেখা যায় ড্রোনগুলিকে। এরপর তারা যায় ময়দানের উপর, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও জওহরলাল নেহেরু রোড সংলগ্ন এলাকায়। গুরুত্বপূর্ণ জায়গা যেমন দ্বিতীয় হুগলি সেতু ও ফোর্ট উইলিয়ামের কাছাকাছি ঘোরাফেরা করায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পাঁচটি ড্রোন চলে যায় পার্ক সার্কাসের দিকে, দুটি উড়ে যায় উত্তর কলকাতার দিকে। কেউ গোপনে ছবি তুলছিল কি না, তা খতিয়ে দেখছে এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। চরবৃত্তির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেনার সঙ্গে সমন্বয় রেখে চলছে তদন্ত।
কী উদ্দেশ্যে এই ড্রোনগুলি এসেছিল, কারা পাঠাল—তা এখনও ধোঁয়াশায়। নিরাপত্তার স্বার্থে গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।