স্থগিত ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের নবান্ন অভিযান, পুলিশের আশ্বাসেই সিদ্ধান্ত

কলকাতা: আগামী সোমবারের ‘নবান্ন অভিযান’ আপাতত স্থগিত রাখল ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের ঐক্যমঞ্চ। শনিবার ঐক্যমঞ্চের নেতা আশিস খামরুই জানান, পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার ভবানী ভবন, লালবাজার ও হাওড়া কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠকে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় যে চাকরিপ্রার্থীদের দাবিদাওয়া রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। আলোচনার চেষ্টা চলবে মুখ্যসচিবের সঙ্গেও।

এরপর শুক্রবার রাতেই ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে বসেন ঐক্যমঞ্চের নেতৃত্ব। সিদ্ধান্ত হয়, আপাতত স্থগিত রাখা হবে নবান্ন অভিযান। তবে বাতিল নয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, যে দিন মুখ্যমন্ত্রী নবান্নে উপস্থিত থাকবেন, সেদিনই ফের অভিযান হবে। সোমবার মুখ্যমন্ত্রী থাকবেন শালবনিতে, সে কারণেই পরিবর্তিত সিদ্ধান্ত।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?