কলকাতা: একটি যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের। ডোমদের নাম পরিবর্তন। সরকারি বিভিন্ন কাজে-কর্মে খাতায় কলমে আর ‘ডোম’ শব্দটি লেখা হবে না। তাঁদের ‘সৎকারকর্মী’ হিসাবে ডাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। শ্মশানে মরা পোড়ানোর কাজ যাঁরা করেন, তাঁদের যথাযোগ্য সম্মান দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
বুধবার নবান্নে আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ডোম নাম নিয়ে আলোচনা হয়। ডোমের নাম যে পরিবর্তন করা হবে, দীর্ঘ দিন ধরেই সে বিষয়ে আলোচনা চলছিল। এ বার তা বাস্তবায়িত হল।
সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুরসভার শশ্মানগুলিতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সরকারি খাতায় এ বার থেকে মৃতদেহ সৎকারে সাহায্যকারীরা সৎকারকর্মী হিসাবে পরিচিত হবেন। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।