Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডাক্তারদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, বিশেষ দায়িত্বে প্রাক্তন ডিজি - NewsOnly24

ডাক্তারদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, বিশেষ দায়িত্বে প্রাক্তন ডিজি

কলকাতা: এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর, রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা উন্নয়নের জন্য দশ দফা নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। স্বাস্থ্যসচিবকে এ বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। মূল নির্দেশিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ‘প্যানিক বাটন’ সিস্টেম চালু করা। রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে হাসপাতালের নিরাপত্তা অডিটের দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় অবিলম্বে পরিবর্তনের দাবি ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দু’দফা বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিবের তত্ত্বাবধানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে পাঠানো এক চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য যথেষ্ট পুলিশকর্মী মোতায়েন এবং প্রতিটি হাসপাতালের সিকিউরিটি অডিট সম্পূর্ণ করতে হবে।

প্রতিটি হাসপাতালে আলাদা বিশ্রামঘর ও শৌচাগারের ব্যবস্থা করা হবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। এছাড়া, সিসি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রোগী স্থানান্তর করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু করা হবে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করতে বদ্ধপরিকর।

প্রতিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া, জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট