জাল ওষুধ কাণ্ডে বিহার ও উত্তরপ্রদেশকে চিঠি দিল নবান্ন

প্রতীকী ছবি

জাল ওষুধ চক্রের তদন্তে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই রাজ্যগুলিকে নিজেদের তদন্ত রিপোর্ট পাঠানোর অনুরোধ করা হয়েছে, যাতে পশ্চিমবঙ্গে চলা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। শীঘ্রই দিল্লি সরকারকেও চিঠি দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোল ইউনিটের অভিযানে হাওড়া, উত্তর ২৪ পরগনা ও মালদহ থেকে জাল ওষুধ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আদালতের নির্দেশে সিআইডিও তদন্তে নেমেছে।

তদন্তে জানা গিয়েছে, বিহার ও উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ সরবরাহ করা হচ্ছিল। সেই তথ্য উল্লেখ করেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে রিপোর্ট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এখন দেখার, এই চিঠির পরিপ্রেক্ষিতে ওই রাজ্য সরকারগুলি কী পদক্ষেপ নেয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন