Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে বিদ্বজ্জনদের মিছিল, সিপিএমকে আক্রমণ সৌগতর - NewsOnly24

করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে বিদ্বজ্জনদের মিছিল, সিপিএমকে আক্রমণ সৌগতর

কলকাতা: করুণাময়ীতে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের পুলিশ দিয়ে তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেলে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে মিছিল করল নাগরিক মঞ্চ। মিছিলে বিশিষ্ট জনেদের সঙ্গে পা মেলান বাম-কংগ্রেস নেতারাও। এই মিছিল নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

শনিবারের মিছিলে সামনের সারিতে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, পরিচালক অনীক দত্ত, অভিনেতা বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র, কবি মন্দাক্রান্তা সেন এবং সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-সহ বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের সঙ্গে পা মেলালেন বাম নেতা বিমান বসু, কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ অনেকে। তবে নাগরিক মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এই প্রতিবাদ সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক।

মিছিলে অংশ নিয়ে বিমান বসু বলেন, “অপদার্থ সরকার। তার শিক্ষামন্ত্রী পদগুলো বিক্রি করতে টালবাহানা করেছেন। ওএমআর শিট বের করেননি। এইজন্যই বের করেননি। যাতে এগুলি বিক্রি করে টাকা আয় করা যায়।”

পাল্টা আক্রমণ শানিয়ে সৌগত রায় বলেন, “বাম-বুদ্ধিজীবী বলা ঠিক হবে না। এটা সিপিএমের মিছিল। যাঁরা মিছিল করছেন, তাঁদের মধ্যে সিপিএমের নেতারাও আছেন, বাকি যাঁরা বুদ্ধিজীবী তাঁরা তো সিপিএমের সব মিছিলেই থাকেন। সিপিএম একটা পার্টি যার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটাও আসন নেই। এখন বুদ্ধিজীবীর নাম করে তারা তো আর নতুন করে সমর্থন আদায় করতে পারবে না।”

আরও পড়ুন: ক্ষয়ক্ষতি এড়াতে ঘূর্ণিঝড় নিয়ে আগাম ব্যবস্থা

Related posts

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা