নন্দীগ্রাম: ভোটের আগে নন্দীগ্রামে খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। অভিযোগ, বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথিবালা আড়ি। বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের আকার নেয় এলাকা। এবার তৃণমূলের ওপর হামলার অভিযোগ। ভেটুরিয়ায় তৃণমূল কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকেই সোনাচূড়ায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে, গোটা দিন জুড়ে অবরোধ-বিক্ষোভ চলে।
ঘটনায় প্রকাশ, রাত ১১ টা নাগাদ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া গ্রামে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। লাঠি, বাঁশ. লোহার রড, হাঁসুয়া নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “পুলিশ রাস্তায় ঘোরাফেরা করছে। কিন্তু গ্রামের গলিতে চলছে হামলা। প্রশাসনকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে হবে। ”
জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মীদের রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এক তৃণমূল কর্মীর মাথায় সেলাই পড়ে। অভিযোগ অস্বীকার বিজেপির।