হাতে বাকি এক দফা, আজ মহানগরে প্রচার টক্কর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

কলকাতা: হাতে মাত্র আরেক দফা। সাত দফার লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা আগামী ১ জুন। স্বাভাবিক ভাবেই গুরুত্বপূর্ণ এই পর্বের প্রচারও তুঙ্গে। আজ, মঙ্গলবার মহানগরীতে রোড শো প্রধানমন্ত্রীর। মিছিল করবেন মুখ্যমন্ত্রীও।

এ দিন দমদম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাটির বণিক মোড় থেকে শুরু হয়ে ওই মিছিল শেষ হবে এয়ার পোর্ট আড়াই নম্বর গেটের কাছে। তার পর মমতা যাবেন বেহালা চৌরাস্তায়। সেখানে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা করবেন তিনি।

মঙ্গলবার দুপুরে বারাসত লোকসভার অশোকনগরে একটি জনসভা আছে প্রধানমন্ত্রীর। এরপর যাদবপুর আসনের বারুইপুরে সভা তাঁর। এই দুই জনসভার পরই কলকাতায় রোড শো করবেন তিনি।

আজ সন্ধ্যায় কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। তার আগে বাগবাজারের উদ্বোধন লেনে ‘মায়ের বাড়ি’ যাবেন প্রধানমন্ত্রী।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে