কলকাতা: আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বকেয়া টাকা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ওই বৈঠকে।
জানা গিয়েছে, ৫ ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকেও। সেই বৈঠকের পরই আলাদা করে মুখোমুখি বসতে পারেন মমতা-মোদী।
রাজ্যের পাওনা টাকা নিয়ে একাধিক বার কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সর্বশিক্ষা মিশন ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কিছু টাকা ইতিমধ্যে পেয়েছে রাজ্য সরকার। কিন্তু ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা নিয়ে জটিলতা কাটেনি এখনও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেই সব বকেয়া টাকা মেটানোর দাবি মোদীর কাছে তুলতে পারেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এই সাক্ষাতে গঙ্গা ভাঙন নিয়েও প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন মুখ্যমন্ত্রী। ভাঙন সংক্রান্ত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।
আরও পড়ুন: অতিসামান্য বাড়ল তাপমাত্রার পারদ, শীতের আমেজ রাজ্য জুড়ে