নয়াদিল্লি: আগামী রবিবার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এনডিএ-র শরিক দলগুলির সমর্থনে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। তবে এই সরকার যে মেয়াদ পূরণের আগেই ভেঙে যাবে, সেই ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শনিবার। সেই বৈঠকের আগেই এনডিএ সরকার নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং ভূপেশ বাঘেল।
জোড়হাটের সাংসদ গৌরব গগৈ বলেন, “প্রাপ্ত ভোটের নিরিখে রায়বরেলিতে রাহুল গান্ধীর জয়ের ব্যবধান বারাণসীতে মোদীর প্রাপ্ত ভোটের ব্যবধানের থেকে অনেক বেশি। সব দেখে মনে হচ্ছে, পাঁচ বছর প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকতে পারবেন না নরেন্দ্র মোদী।”
অন্যদিকে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “এনডিএ সরকার অত্যন্ত দৌদুল্যমান। খুব শীঘ্রই এই সরকারের পতন হবে।” তবে বিজেপি নেতাদের দাবি, মাঝপথে সরকার ভেঙে যাওয়ার প্রশ্নই ওঠে না।
প্রসঙ্গত, এ বারের লোকসভা নির্বাচনে আগের দুই বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। ২৪০ আসনেই থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। স্বাভাবিক ভাবেই সরকার গঠন করতে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুদের উপর একটু বেশি নির্ভর করতে হচ্ছে মোদীকে।