টিচার্স রুমে ঢুকে শিক্ষককে কিল-লাথি নরেন্দ্রপুরে, রিপোর্ট তলব করছেন শিক্ষামন্ত্রী

কলকাতা: স্কুলে ঢুকে শিক্ষকদের কিল- -চড়- ঘুষির পাশাপাশি মাটিতে ফেলে জুতো দিয়ে মারার অভিযোগ। এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নরেন্দ্রপুরের স্কুলে ঢুকে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে শনিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের একটি স্কুলে। শনিবার ঘটনাটি ঘটে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। এই ঘটনায় ইতিমধ্যেই প্রধান শিক্ষকের ভূমিকা প্রশ্নের মুখে। যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন।

শিবনাথ ঠাকুর নামে আক্রান্ত এক শিক্ষক বলেন, “আমি ক্লাস নাইন-বিতে ফিজিক্স পড়াচ্ছিলাম। বাইরে খুব চিৎকার শুনতে পাই। দেখি পিলপিল করে লোক ঢুকছে। অকথ্য গালাগাল করছে। এরপর দেখি স্টাফ রুমে ২০-৩০ জন লোক ঢুকে গিয়েছে। আমাকে দেখতে পেয়ে খুব মারল। তবে একটা কথা বলতে পারি হেড স্যরের দুর্নীতিগুলি জেনে গিয়েছি।”

এই ঘটনায় রিপোর্ট তলব শিক্ষা দফতরের। কাউকে ছাড়া হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তথ্য তলব করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথায়, ‘‘১০০ শতাংশ পদক্ষেপ করা হবে! আমি আগে বিষয়টা জানতাম না। কিন্তু কাউকে (আক্রমণকারী) ছাড়া হবে না। এখনই রিপোর্ট তলব করব। যা পদক্ষেপ করার করব।’’

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে