প্রথম পাতা খবর জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

349 views
A+A-
Reset

জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করতে কোনও রাজ্যকে জোর করা যাবে না— এমনই ঐতিহাসিক পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় নীতিকে রাজ্যগুলোর উপর চাপিয়ে দেওয়া সাংবিধানিকভাবে যুক্তিসঙ্গত নয়।

এই রায়ে খারিজ হয়ে গেল আইনজীবী জি.এস. মানির দায়ের করা জনস্বার্থ মামলা, যেখানে বলা হয়েছিল— কেন্দ্রীয় শিক্ষানীতি বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করুক সব রাজ্য। সুপ্রিম কোর্ট এও জানায়, কেন্দ্র যদি কোনও নীতি তৈরি করে, তা নিয়ে রাজ্য রাজনীতি করতেই পারে, কারণ শিক্ষা ‘সমবায়ী তালিকা’র (Concurrent List) অন্তর্ভুক্ত।

এই রায়কে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতাই প্রমাণিত হল। বৈচিত্রময় ভারতের পক্ষে পৃথক রাজ্য শিক্ষানীতি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ২০২৩ সালেই নিজস্ব শিক্ষানীতি চালু করে, যেখানে কেন্দ্রীয় নীতির কিছু উপাদান রাখার পাশাপাশি রাজ্য উপযোগী সংস্কার আনা হয়। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আরও একবার বুঝিয়ে দিল, কেন্দ্র ও রাজ্যের সাংবিধানিক ভারসাম্য রক্ষা করেই এগোতে হবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.