আইপিএলে এখনও লিগ পর্বে ১২টি ম্যাচ বাকি। সেই সঙ্গে বৃহস্পতিবার পঞ্জাব-দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগ করে দেওয়া হয়নি। বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে, তা হলে এই ম্যাচটিও হতে পারে। সেই সঙ্গে প্লে-অফের চারটি ম্যাচ রয়েছে। কলকাতায় কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল। তবে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে পাল্টে যাবে সূচি। নতুন সূচি ঘোষণা করা হতে পারে।
শুক্রবার আইপিএলের তরফে সমাজমাধ্যমে বলা হয়েছে, “আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটার, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর, সমর্থকদের কথা ভাবা হয়েছে। ভারতীয় সেনার উপর ভারতীয় ক্রিকেট বোর্ডের পূর্ণ আস্থা আছে। দেশের পাশে বোর্ড। জঙ্গিহানার বিরুদ্ধে ভারত যে ভাবে অপারেশন সিঁদুর করেছে তার জন্য বোর্ড সেনাকে বাহবা জানায়।”
বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। তার পরেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইপিএলের ম্যাচের মাঝেই জম্মুতে শুরু হয়েছিল পাকিস্তানের হামলা। প্রত্যাঘাত করেছিল ভারতও। সংঘর্ষের কারণে ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল নিজে মাঠে নেমে দর্শকদের মাঠ ছাড়ার কথা বলেছিলেন।