জাতীয় শিক্ষক সম্মান পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক স্কুলের শিক্ষক

জাতীয় শিক্ষক সম্মান পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক স্কুলের শিক্ষক বুদ্ধদেব দত্ত। বৃহস্পতিবারই জাতীয় শিক্ষক সম্মাননা কারা পাচ্ছেন তার একটি তালিকা প্রকাশ কেন্দ্র। সেই সেরা শিক্ষকের তালিকাতেই এ বার জায়গা পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি জাতীয় স্তরের সেমিনারে যোগ দিতে রাজধানী দিল্লিতেই রয়েছেন বুদ্ধদেব। তিনি বিশেষ স্বীকৃতির জন্য জয়পুর স্কুল তথা গোটা বাঁকুড়া জেলাকেই কৃতিত্ব দিয়েছেন। তাঁর কথায়, “এই স্বীকৃতি শুধু আমার নয়, সকলের।”

দেশজুড়ে মোট ৪৬ জন শিক্ষককে এই বিশেষ ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হবে। তার মধ্য থেকে এই প্রথম কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই সম্মান পেলেন।

আরও পড়ুন: আদালতের বিচার একপক্ষের নয়, নিরপেক্ষ, বিচারপতিদের সামনেই বললেন মমতা

Related posts

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের