জলপাইগুড়ি: রবিবার জলপাইগুড়ির মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই চা শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন তিনি। একইসঙ্গে নানা ইস্যুতে তুলোধনা করেন বিরোধীদের। পাশাপাশি, ‘নতুন তৃণমূল’ নিয়েও ধোঁয়াশা কাটালেন।
মাসখানেক আগে ‘ছয় মাসের মধ্যে নতুন তৃণমূল’-এর কথা নিজেই বলেছিলেন অভিষেক। আলিপুরদুয়ারে একটি দলীয় সমাবেশে তিনি দলে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এই ঘোষণা করেছিলেন। অভিষেকের এই বার্তাকে দলের ভিতরের ‘সংস্কারের উদ্যোগ’ হিসাবে দেখা হয়েছিল। এ দিন তিনি বলেন, “১২ জুলাই নতুন তৃণমূলের কথা বলেছিলাম। আমার কথার পরেই অনেক জলঘোলা হয়েছে। অনেকে অনেক রকম লিখছে, বলছে, দেখাচ্ছে। আমি বলেছিলাম, এমন তৃণমূল গড়তে হবে, যেমন মানুষ চায়”।
তিনি আরও বলেন, “তারমানে কি পুরনো তৃণমূল বাদ? আমি তো বলিনি পুরনো তৃণমূল বাদ। সকলেই থাকবেন। নতুন তৃণমূল মানে মানুষ যে ভাবে তৃণমূলকে দেখতে চাইছে, তৃণমূলকে সে ভাবে তৈরি করা, প্রতিষ্ঠিত করার জন্য আমরা বদ্ধ পরিকর। এই যে নতুন ব্লক, টাউন কমিটি বেরিয়েছে আপনারা দেখেছেন কাদের সুযোগ দেওয়া হয়েছে, কাদের ব্লকের সভাপতি করা হয়েছে”।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই কলকাতার কিছু জায়গায় নজরে পড়ে এক হোর্ডিং। তাতে লেখা ‘নতুন তৃণমূল’। এ ছাড়াও ওই হোর্ডিংয়ে লেখা রয়েছে, “আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়”। সেখানে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। অমিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা দেখে শুরু হয় ব্যাপক রাজনৈতিক জল্পনা। এ দিন উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘নতুন তৃণমূল’ বলতে তাঁর ভাবনা কী, তা স্পষ্ট করলেন অভিষেক।
আরও পড়ুন: দুই মেদিনীপুর সফর, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি এই সব প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী