প্রথম পাতা খবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকির, কী নিয়ে আলোচনা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকির, কী নিয়ে আলোচনা

223 views
A+A-
Reset

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার সন্ধ্যায় প্রায় ২০ মিনিট ধরে এই বৈঠক হয়। বৈঠকের পর নওশাদ জানান, ভাঙড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

নওশাদের অভিযোগ, তাঁর বিধায়ক তহবিলের অর্থ যথাযথভাবে খরচ করা হচ্ছে না। ভাঙড়-১ এবং ভাঙড়-২ নম্বর পঞ্চায়েত সমিতি ওই টাকা ব্যবহার না করে ফেলে রেখেছে বলে তিনি দাবি করেন। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনও সমাধান পাননি তিনি। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন নওশাদ। তাঁর বক্তব্য, ‘‘প্রশাসন টাকা খরচ করছে না, আর শাসক দলের লোকজন প্রচার করছে যে আমি কোনও কাজ করছি না।’’ তবে মুখ্যমন্ত্রী তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ, একই দিনে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেন। এর আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে নওশাদকে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সোমবার নওশাদ সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমি গোপনে এখানে আসিনি, সংবাদমাধ্যমকে জানিয়েই এসেছি।’’ তিনি বোঝাতে চেয়েছেন, তাঁর নবান্নে যাওয়ার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধুমাত্র ভাঙড়ের উন্নয়ন নিয়েই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

তবে শুধুই ভাঙড়ের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, নাকি অন্য কোনও প্রসঙ্গ উঠেছে— তা নিয়ে তৃণমূলের অন্দরেও চর্চা চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.