সংসদ ভবনে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সোমবার বাজেট অধিবেশনের সময় তিনি হঠাৎ প্রবল ঘামতে শুরু করেন। তড়িঘড়ি তাঁকে সংসদের অ্যানেক্স ভবনে নিয়ে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। পরে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন সৌগত রায়। কার্ডিওলজিস্ট তাঁকে দেখেছেন এবং ইসিজি রিপোর্ট স্বাভাবিক এসেছে। তবে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।
সোমবার সংসদে ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিতর্কে যোগ দেন সৌগত রায়ও। সেই সময়ই হইচইয়ের মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালে তাঁর পাশে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, প্রতিমা মণ্ডল, আবু তাহের-সহ তৃণমূলের অন্যান্য সাংসদরা।