প্রথম পাতা খবর আর ‘ইন্ডিয়া’ নয়, স্কুলবইতে এ বার ‘ভারত’

আর ‘ইন্ডিয়া’ নয়, স্কুলবইতে এ বার ‘ভারত’

472 views
A+A-
Reset

নয়াদিল্লি: আর ‘ইন্ডিয়া’ নয়, এ বার থেকে ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ বা ‘এনসিইআরটি’ অনুমোদিত পাঠ্যপুস্তকে লেখা থাকবে ‘ভারত’। বুধবার ‘ইন্ডিয়া’ নামটি প্রতিস্থাপনের বিষয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ক এক উচ্চ-স্তরের কমিটির সুপারিশ অনুমোদন করল এনসিইআরটি। এই প্রতিষ্ঠানের সমস্ত সদস্য এই ব্যাপারে সহমত পোষণ করার পরই সুপারিশ গিয়েছে।

এনসিইআরটি কমিটির অন্যতম সদস্য সিআই ইসাক জানিয়েছেন, নতুন বইগুলির নাম বদল করা হবে। কয়েকমাস আগেই এই নিয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। যা সর্বসম্মতিতে গ্রহণ করা হয়েছে।

স্কুল পাঠ্যক্রম সংশোধনের জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল এনসিইআরটি। কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই আইজ্যাক। ইতিহাসবিদ আইজ্যাক আরএসএস মতাদর্শী হিসেবেই পরিচিত। এই কমিটিই সুপারিশ করেছে, ‘ইন্ডিয়া’ নয়, প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তকে দেশের নাম হওয়া উচিত ভারত। এদিন এই সুপারিশেই সুলমোহর দিল এনসিইআরটি।

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথা মেনে এই সংগঠনের রাষ্ট্রপ্রধানদের নৈশাহারে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাইসিনা হিলস থেকে পাঠানো আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ শব্দবদ্ধ ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, জি-২০ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের নেমপ্লেটেও ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’-র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দটি ব্যবহার করে কেন্দ্র। এর পরই এই ইস্যুতে শুরু হয় রাজনৈতিক তরজা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.