Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ - NewsOnly24

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের পর বৃহস্পতিবার পাটনার গাঁধী ময়দানে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জনতা দল (ইউ) নেতা নীতীশ কুমার। ভোর থেকেই ঐতিহাসিক ময়দান পরিণত হয়েছিল রাজনীতির শক্তিপ্রদর্শনের কেন্দ্রে। শপথগ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং একাধিক জাতীয় নেতা।

জেডিইউ-এর নেতৃত্বে এনডিএ এ বছর ২৪৩টির মধ্যে ২০২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে জেডিইউ একাই জিতেছে ৮৫টি আসনে। নির্বাচনী ফল প্রকাশের সময় জেডিইউ প্রধানকে নিয়ে নানা সমালোচনা উঠলেও, শেষ পর্যন্ত প্রতিপক্ষদের সব হিসেব উলটে দিয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে ফিরলেন নিথিশ।

শপথগ্রহণের মঞ্চ আসলে এনডিএ-র রাজনৈতিক বার্তা পাঠানোর প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি এ বার্তা আরও জোরদার করে। অনুষ্ঠানে বক্তব্যে অনেক নেতাই বলেন— “উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতার জন্য বিহারের জনগণ নিথিশ-মোদী জুটির প্রতি ফের আস্থা রেখেছেন।”

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “বিহার নতুন দিগন্তে প্রবেশ করছে। উন্নয়নের পথে এগিয়ে যাবে নিথিশজির অভিজ্ঞ নেতৃত্বে।”

দশমবার শপথ নিয়ে নিথিশ কুমার ভারতীয় রাজনীতিতে অনন্য নজির তৈরি করলেন। বর্তমানে তিনি দেশের অষ্টম দীর্ঘতম মেয়াদি মুখ্যমন্ত্রী। চলতি মেয়াদ পূর্ণ করতে পারলে তিনি ২৪ বছরের রেকর্ডধারী সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংকে ছাপিয়ে যাবেন।

Related posts

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ