“আমরা চিরকালই দিদির পাশে ছিলাম, থাকব’, তৃণমূলে যোগ দিয়ে বললেন তৃণা-নীল

কলকাতা: তৃণমূলে আরও তারকা যোগ। এবার শাসক দলে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha), অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। এছাড়া আর এক প্রযোজক অঙ্কিত দাসও এ দিন যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে এ দিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা।


তৃণা বলেন, ‘কোভিড বা আমফানের মতো পরিস্থিতিতে দিদি যেভাবে সবার পাশে থেকে কাজ করেছেন, তা কারও একার পক্ষে করা সম্ভব নয়।’ কন্যাশ্রীর মতো প্রকল্পের প্রশংসাও করেন তিনি। এটা অনুষ্ঠানিক যোগদান। আমরা চিরকালই দিদির পাশে ছিলাম, থাকব। দিদির সঙ্গে থেকে কাজ করব।’

আরও পড়ুনঃ ‘মোদির কাছে হোয়াটসঅ্যাপ বন্ধের খবর রয়েছে, অনাহারে মৃত্যুর খবর নেই’, অভিষেক


নীল বললেন, ‘দিদি আমাদের অনুপ্রেরণা। ওনাকে দেখে অনেক কিছু শিখেছি।প্রচারে থাকব। আর মানুষের কাছে শুধু সত্যি কথাটা পৌঁছে দেব। যা যা দিদি করেছেন কেবল সেটাই বলব মানুষকে।‘’

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে