শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলি, কাঠমান্ডুতে মৃত ১৯, উত্তাল নেপাল

সমাজমাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদ ঘিরে ভয়াবহ রক্তপাত নেপালে। সোমবার সকাল থেকে কাঠমান্ডুতে দফায় দফায় বিক্ষোভে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার ছাত্র-যুব। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করতেই নির্বিচারে গুলি চালায় পুলিশ। এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, আহত বহু।

চোখের সামনে পুলিশি গুলিতে বন্ধুকে লুটিয়ে পড়তে দেখেছেন এক বিক্ষোভকারী। তিনি সংবাদ সংস্থাকে বলেন, “আমার বন্ধুর মাথায় গুলি লাগে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ হঠাৎই গুলি চালাতে শুরু করে।” পুলিশের দাবি, ভিড় ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয়েছিল, পাশাপাশি রবার বুলেটও ব্যবহার করা হয়। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ সরাসরি তাঁদের লক্ষ্য করেই গুলি চালিয়েছে।

সোমবার সংসদ ভবনের সামনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের দাবি, “পুলিশ হাঁটুর উপরে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছিল। এমন করার অনুমতি কোথা থেকে পেল তারা?”

এই বিক্ষোভে নেতৃত্বে রয়েছে নেপালের তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে ‘জেন জ়ি’। স্কুল-কলেজের পড়ুয়ারাও সামনের সারিতে ছিলেন। তাঁদের বক্তব্য, সমাজমাধ্যম নিষিদ্ধ করাই একমাত্র কারণ নয়, দুর্নীতি ও ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য নিয়েও তাঁদের ক্ষোভ রয়েছে। এক বিক্ষোভকারী বলেন, “আমরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি। তাই আমাদের কণ্ঠরোধ করতে চাইছে তারা।”

প্রসঙ্গত, গত ২৮ অগস্ট নেপাল সরকার নির্দেশ দিয়েছিল, সব আন্তর্জাতিক সমাজমাধ্যম সংস্থাকে সাত দিনের মধ্যে দেশে নথিভুক্ত হতে হবে। ৩ অগস্ট সেই সময়সীমা শেষ হয়। অধিকাংশ সংস্থা নির্দেশ মানেনি। এরপরই ৪ অগস্ট থেকে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ-সহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সরকার। ইতিমধ্যেই নেপালের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরেই সোমবার আন্দোলন রক্তক্ষয়ী হয়ে ওঠে।

পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক