কাঠমান্ডু: গত কয়েকদিন লাগাতার প্রবল বৃষ্টিপাত। তারই সঙ্গে নেপালে বন্যা ও ভূমিধসের পর অন্তত ১৭০ জন মারা গেছে এবং আরও ৪২ জন নিখোঁজ বলে জানা গেছে।
নেপাল পুলিশ জানিয়েছে, দেশ জুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। পুলিশ জানিয়েছে যে সারাদেশের গ্রাম থেকে রিপোর্ট আসার পর মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
রাজধানী শহরের কাছে একটি হাইওয়েতে ভূমিধসে চাপা পড়া কাঠমান্ডুগামী দুটি বাস থেকে উদ্ধারকর্মীরা রাতারাতি ১৪টি মৃতদেহ উদ্ধার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যা, ভূমিধস এবং প্লাবনে ১৭০ জন নিহত, ১১১ জন আহত এবং ৪২ জন নিখোঁজ রয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঋষিরাম পোখারেল বলেছেন, সরকার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সমস্ত নিরাপত্তা সংস্থাকে একত্রিত করেছে। নেপাল সেনাবাহিনী সারা দেশ থেকে ১৬৩ জনকে এয়ারলিফট করেছে।