নেতাজি জন্মজয়ন্তীতে আন্দামানে ২১টি বৃহত্তর দ্বীপের নামকরণ মোদীর

নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে সম্মান জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরাক্রম দিবস উপলক্ষে এ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তর দ্বীপের নামকরণ অনুষ্ঠানে ভার্চুয়ারি অংশ নেন প্রধানমন্ত্রী। পরম বীর চক্র সম্মান প্রাপকদের নামে এই ২১টি দ্বীপের নামকরণের কথা।

ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেন মোদী। নেতাজিকে উৎসর্গ করে জাতীয় স্মৃতিসৌধের মডেলের উন্মোচনও করেন তিনি। দ্বীপের নামকরণ অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘পরমবীর চক্র প্রাপকদের নামে এই ২১টি দ্বীপের পরিচিতি বাড়বে। আগামী প্রজন্মের কাছে প্রেরণা জোগাবে নেতাজি সৌধ।’’ আন্দামানের ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আন্দামানের এই মাটিতেই প্রথম বার তেরঙা উড়েছিল।’’

প্রধানমন্ত্রীর দাবি, রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। হ্যাভলক আর নীল আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে স্বরাজ আর শহিদ দ্বীপ। এই দুটি নামও নেতাজির দেওয়া। কিন্তু স্বাধীনতার পর এই দুটি নামকেও কোনো সম্মান দেওয়া হয়নি।

এ দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আজ ভারতীয় সেনার তিন বাহিনীর জন্যই খুব গুরুত্বপূর্ণ দিন। গোটা বিশ্বে কোনো দেশই নিজেদের সেনা জওয়ানদের নামে দ্বীপের নামকরণ করে তাঁদের অবদানের প্রতি সম্মান জানানোর পদক্ষেপ করেনি।”

অন্য দিকে, দ্বীপের নামকরণ প্রসঙ্গে নাম না করে বিজেপিকে আক্রমণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমরা করেছিলাম স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ এ সব অনেকে বলেছেন, আসলে তা নয়। সেই নাম নেতাজিই দিয়েছিলেন”।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক