আধার তথ্যের গোপনীয়তা রক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের। মঙ্গলবার ‘নতুন আধার অ্যাপ’ প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে তিনি জানান, ফেস আইডি অথেনটিকেশনেই এবার থেকে হবে আধার ভেরিফিকেশন।
এই অ্যাপে QR কোড স্ক্যান করলেই পরিচয় যাচাই হয়ে যাবে। ইউপিআই পেমেন্টের মতোই দ্রুত এবং নির্ভরযোগ্য এই পদ্ধতিতে আর প্রয়োজন পড়বে না আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার বা সঙ্গে করে নিয়ে ঘোরার।
ব্যবহারকারী নিজে নির্ধারণ করতে পারবেন ঠিক কতটা তথ্য শেয়ার করবেন—এতে তথ্যের অপব্যবহারও রোখা যাবে বলে জানানো হয়েছে।
এই অ্যাপের মাধ্যমে….
- আধার তথ্য থাকবে শুধু ব্যবহারকারীর নিয়ন্ত্রণে
- তথ্য জাল বা এডিট করা যাবে না
- ফিজিক্যাল কপি ছাড়াই চলবে হোটেল, বিমানবন্দর, দোকানে ভেরিফিকেশন