বেসরকারি হাসপাতালের খরচে স্বচ্ছতা আনতে নতুন বিল পাস বিধানসভায়

বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচে স্বচ্ছতা আনতে পুরনো আইন সংশোধন করে ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (সংশোধনী) বিল’ বিধানসভায় পাশ করল রাজ্য সরকার। মঙ্গলবার এই বিল পেশ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই বিলে বেসরকারি হাসপাতালগুলিকে বাধ্যতামূলকভাবে রোগীদের জানাতে হবে, কী চিকিৎসার জন্য কত খরচ হচ্ছে। অতিরিক্ত বিল নেওয়া আটকাতেই এই উদ্যোগ বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘‘রোগীকে সমস্ত খরচের বিস্তারিত তথ্য দিতে হবে। এমনকি দু’দিন বেশি ভর্তি থাকলেও তার কারণ ও খরচ জানাতে হবে। লুকোনো চলবে না।’’

তবে বিলের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বিলে মহিলা রোগী, মহিলা চিকিৎসক ও রক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনও দিশা নেই। প্যাকেজ চিকিৎসা পদ্ধতিতে ২-৫ শতাংশ রোগীর খরচ বহনের সমস্যা হবে, সেই দিকেও নজর দেওয়া হয়নি বলে দাবি শুভেন্দুর।

তিনি আরও প্রশ্ন তোলেন— ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসার বাজেট দেওয়া সম্ভব কি না, ই-প্রেসক্রিপশনে রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কতটা থাকবে এবং রেজিস্ট্রেশনের দায়িত্ব নির্ধারণ করা হয়নি কেন।

মন্ত্রী চন্দ্রিমা জানান, বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেই এই বিল। তবে হাসপাতালগুলির পছন্দ মতো খরচ ঠিক করার অধিকার থাকবে। কিন্তু রোগীকে তার স্পষ্ট বিবরণ দিতে হবে।

বিল নিয়ে জোরদার তর্ক-বিতর্ক হলেও শেষ পর্যন্ত তা পাস হয় বিধানসভায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক