সাধনা দাস বসু : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন , পশ্চিমবঙ্গ শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এই সভায় সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। সংস্থার নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক প্রসাদ রঞ্জন দাস, সহ সভাপতি আলি হায়দার, প্রধান সচিব সৌম্য শংকর বোস এবং কোষাধ্যক্ষ অরিন্দম দে।
আরও পড়ুন: কেষ্টপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি, আহত ৭
নবনির্বাচিত সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চেয়ারপার্সন ডঃ নেম সিং প্রেমি, ন্যাশনাল ডিরেক্টর রাজেশ কুমার, অভিনেত্রী মৌবনি সরকার প্রমুখ।