ফের ঊর্ধ্বমুখী প্রবণতা করোনা-গ্রাফে, শেষ ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি: ফের এক বার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে করোনা-গ্রাফে। বৃহস্পতিবার সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এক দিন নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৬। যা শেষ ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১৫১। দৈনিক সংক্রমণের হার পৌঁছেছে ১.৫১ শতাংশে। এখনও পর্যন্ত প্রায় ৯২ কোটি ১৩ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৪৯৭টি নমুনা। বর্তমানে সারা দেশে সক্রিয় করোনারোগীর সংখ্যা ১১ হাজার ৯০৩ জন।

অন্য দিকে, ২৯ মার্চ পর্যন্ত ২২০ কোটি ৬৫ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ কোটি ২০ লক্ষ দ্বিতীয় ডোজ এবং ২২ কোটি ৮৬ লক্ষ বুস্টার ডোজ রয়েছে।

এমন আবহে, গত সোমবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে একটি উচ্চ-স্তরের ভার্চুয়াল সভা করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে নতুন করে করোনা সংক্রমণের বিস্তার রোধ এবং টিকাকরণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?