নবান্নর নতুন করোনা নির্দেশিকায় বিয়েবাড়ির ৫০ বেড়ে হল ২০০

রাজ্য়ে করোনা নির্দেশিকা নিয়ে যেমনটা আগেই জানান হয়েছিল রাজ্য় প্রশাসনের তরফে, ঠিক সেভাবেই শনিবার ১৫ জানুয়ারি ফের একবার নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। আর নতুন এই নির্দেশিকায় ফের একবার বাড়ান হল রাজ্য়ে চালু থাকা বিধিনিষেধের সময়সীমা। শনিবার জারি করা নতুন নির্দেশিকায় নবান্নর ঘোষণা, আপাতত আরও ১৫দিন বৃদ্ধি করা হল এই বিধিনেষেধের সময়সীমা।

এছাড়াও শনিবারের জারি করা নতুন এই করোনা বিধিনিষেধের সব থেকে উল্লেখযোগ্য় বিষয় হল বিয়বাড়ির ক্ষেত্রে আমন্ত্রীতদের সংখ্য়ায় বিরাট ছাড়ের ঘোষণা। অর্থাৎ এর আগের করোনা নিষধাজ্ঞায় যেখানে বিয়েবাড়ির ক্ষেত্রে পরিস্কার বলা হয়েছিল যে, আমন্ত্রীতের সংখ্য়া বেঁধে রাখতেই হবে ৫০ জনের মধ্য়ে। এবার নতুন এই নির্দেশিকায় সেই সংখ্য়া এক ধাক্কায় ৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০ জন।

শনিবার প্রকাশিত নবান্নর নতুন নির্দেশিকায় বলা হয়েছে,  আপাতত বিয়েবাড়িতে আমন্ত্রিতের সংখ্য়া হবে ২০০ জনের মধ্য়ে অথবা সেই নির্দিষ্ট বিয়ে বাড়িতে ঠিক  যত সংখ্য়ক আমন্ত্রীতের বসবার আসন থাকবে সেই আসন সংখ্য়ার অর্ধেক। এক্ষেত্রে যে সংখ্য়াটা কম হবে, সেটাকেই ধরে এগোতে হবে এবং সেই পরিমাণ আমন্ত্রীত ব্য়াক্তি একসঙ্গে সেই বিয়ে বাড়িতে উপস্থিত থাকতে পারবে।

নবান্নর এই ঘোষণায় হাসি ফুটেছে রাজ্য়ের অনেক মানুষের মুখেই। কারণ সামনেই রয়েছে বিয়ের মরশুম। অর্থাৎ একাধিক বিয়ের অনুষ্ঠানের তারিখ রয়েছে আগামী কয়েকদিনের মধ্য়ে। কিন্তু সেই সব পরিবার যেখানে আগামী কয়েকদিনের মধ্য়েই বিয়ের ফুল ফুটতে চলেছে, সেই সব পরিবার এতদিন এটা ভেবে অত্য়ন্ত চিন্তান্বিত হয়ে পড়েছিল যে, কীভাবে নিমন্ত্রীতের সংখ্য়াকে ৫০ এর মধ্য়ে বেঁধে রাখা সম্ভব হবে এই নিয়ে। তবে এদিনের নবান্নর এই নতুন ঘোষণার পর খুব স্বাভাবিকভাবেই এখন ওই সব পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক