নয়াদিল্লি স্টেশন দুর্ঘটনা: মহাকুম্ভের পুণ্যার্থীদের নিরাপত্তায় জোর দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে তিনি জানান, এই মর্মান্তিক ঘটনা সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব স্পষ্ট করে দিয়েছে।

মুখ্যমন্ত্রী লেখেন, “দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হৃদয়বিদারক। এই দুঃখজনক ঘটনা প্রমাণ করে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার গুরুত্ব কতটা বেশি। মহাকুম্ভের পুণ্যার্থীদের আরও বেশি সহযোগিতা এবং সুরক্ষার ব্যবস্থা করা দরকার। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

উল্লেখ্য, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের, আহত হন আরও অনেকে। যাত্রীরা অভিযোগ করেছেন, রেলের ঘোষণার গরমিলের কারণেই বিভ্রান্তি তৈরি হয়, যার ফলে এই বিপর্যয় ঘটে। ঘটনায় রেল মন্ত্রক উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে