কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষার জন্য নয়া পরীক্ষাবিধি প্রকাশের পথে। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, পরীক্ষার বিজ্ঞপ্তির আগেই নতুন বিধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই, যদি মুখ্যসচিবের দফতর থেকে অনুমোদন মেলে।
স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বিধিতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। পরীক্ষার্থীদের ওএমআর শিটের সঙ্গে মিলবে কার্বন কপি, যা তাঁরা সঙ্গে নিয়ে যেতে পারবেন। ফল প্রকাশের আগেই উত্তরপত্র দেখার সুযোগ থাকতেও পারে। ইন্টারভিউয়ের সময় ভিডিওগ্রাফি, ওএমআর শিটের ডিজিটাল সংরক্ষণ এবং মিরর ইমেজ রাখার ব্যবস্থাও যুক্ত হচ্ছে।
নতুন বিধিতে প্যানেলের মেয়াদ ছয় মাস বাড়ানোর বিধান, নিয়োগ পরীক্ষার ওএমআর সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির কথাও থাকতে পারে। ২০১৬ সালের চাকরিচ্যুতদের জন্য বয়স ও অভিজ্ঞতায় ছাড় দেওয়ার বিষয়টিও বিধিতে যুক্ত হওয়ার সম্ভাবনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, যাঁদের বয়স পার হয়ে গেছে, তাঁরাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হবে।
এখন নজর নবান্নর ছাড়পত্রে। অনুমোদন মিললেই প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত নতুন নিয়মাবলি।