পয়লা বৈশাখ অভিষেকের নতুন দলের আত্মপ্রকাশ!

আগামী পয়লা বৈশাখ আত্মপ্রকাশ করবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ফুটবল টিম। ইতিমধ্যেই তাঁর এই ক্লাবের একটি ট্যুইটার হ্যান্ডেলও তৈরি করা হয়েছে।

পয়লা বৈশাখ বাঙ্গালীর হালখাতা তৈরির অনুষ্ঠানের জন্য বিখ্যাত। অনেকেই হাল খাতা করেন। এবার সেই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে নতুন এই দলের অভিষেকের জন্য। এই দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল টিমের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে চলেছে। তার টিমের নাম রাখা হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে।

পয়লা বৈশাখের দিন বারপুজো করে অনুশীলন শুরু করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল টিম। এই ক্লাবের একটি ট্যুইটার হ্যান্ডেলও তৈরি করা হয়েছে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বাটানগর মাঠকেই হোম গ্রাউন্ড করে ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। সূত্রের খবর, কোচ হিসাবে নিযুক্ত হয়েই ফুটবলার বাছাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষ্ণেন্দু রায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন