প্রথম পাতা খবর ‘নতুন রূপে ফিরছে তৃণমূল’, নেই মমতা অভিষেক সম্বল হোর্ডিংয়ে ছয়লাপ কলকাতা

‘নতুন রূপে ফিরছে তৃণমূল’, নেই মমতা অভিষেক সম্বল হোর্ডিংয়ে ছয়লাপ কলকাতা

498 views
A+A-
Reset

‘নতুন রূপে ফিরছে তৃণমূল’, হোর্ডিংয়ে ছয়লাপ কলকাতা। ভবানীপুর, কালীঘাট, হাজরায় রাতারাতি পড়েছে তৃণমূলের এক ‘রহস্যময়’ পোস্টার। কিন্তু সেই পোস্টারে ছবিই নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনও পোস্টারে লেখা, ‘আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।’ কোনও পোস্টারে আবার লেখা, ‘চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই।’

২০১৬ সালে দ্বিতীয় তৃণমূল সরকারের শপথগ্রহণের পর অভিষেকের ছবি দিয়ে পোস্টার পড়েছিল- ‘ম্যান অফ দ্য ম্যাচ’। ছ-বছর পর ২০২২-এ ফের একবার পোস্টার পড়ল অভিষেকের ছবি দিয়ে। সেখালে লেখা- ছ’মাসের মধ্যে নতুন তৃণমূল। এই ছবি ও পোস্টারে ফের জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একইসঙ্গে আরও একটি বার্তা উঠে আসছে এই পোস্টার থেকে। ছ-মাসের মধ্যেই নতুন তৃণমূলের প্রাণপুরুষ হয়ে উঠতে চলেছে অভিষেক। তিনি যুব সভাপতি থেকে হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তিনিই তৃণমূলের সর্বাধিনায়ক হয়ে উঠতে চলেছেন বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞজদের।

এই বিষয়ে সংবাদমাধ্যমে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছেন উন্নততর তৃণমূল চাই। সম্ভবত সেই বার্তা শুনে কোনও উৎসাহী তৃণমূল এখানে এত আলোচনার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক সেনাপতি। আর নতুন তৃণমূলের কথা অভিষেক বহুবার বলেছেন। এটা নতুন কিছু নয়, নতুন তৃণমূল মানে আরও শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।’

আরও পড়ুন :

আজ থেকে বাড়ল আমূল এবং মাদার ডেয়ারির দুধের দাম

মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, আহত ৫০

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে ‘গর্বিত’ মমতা বন্দ্যোপাধ্যায়

এক ঝলকে নীতীশ-তেজস্বীর মন্ত্রিসভা দেখে নেওয়া যাক

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.