এ সপ্তাহেই শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস

অভিযোগ অস্বীকার রাজ্যপালের। প্রতীকী ছবি

কলকাতা: আগামী বুধবার (২৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন সিভি আনন্দ বোস। সরকারি সূত্রের খবর, রবিবার শপথের জন্য ওই দিনটাই চূড়ান্ত হয়েছে। প্রথা মেনে নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।

শুক্রবার ভাবী রাজ্যপালকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, টেলিফোনে কথা বলার সময়ই শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে দু’পক্ষের সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনা হয়। তাঁর সুধিবামতো একটি দিন বেছে নেওয়ার কথা বলেন মমতা। নতুন রাজ্যপাল ২১ এবং ২৩ নভেম্বর, এই দু’টি দিনের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রীকে।

জানা গিয়েছে, রাজ্যের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠান ঘিরে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গিয়ে রাজ্যপালের পদ ছেড়ে দেওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। কয়েক দিন আগেই রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে কেরল ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার বোসকে স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস