দুর্গাপুজোয় নয়া নির্দেশিকা আদালতের

ডেস্ক: উৎসবের আমেজ থাকলেও অতিমারির আতঙ্ক এখনও কাটেনি। ফলে এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর আয়োজন করতে হবে। এবার দুর্গাপুজোয় দেওয়া যাবে অঞ্জলি। সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে। তবে করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়া থাকলেই সেই অনুমতি মিলবে। সঙ্গে মুখে মাস্ক পরে থাকতে হবে। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।


এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করতে হবে। সেই মর্মেই পুজোর নয়া নির্দেশিকা জারি করল আদালত। সিঁদুর খেলা, আরতি, অঞ্জলি -সহ সব আচারে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে বড় ক্লাবের ক্ষেত্রে ৫০-৬০ জন নথিভুক্ত  সদস্য  এবং ছোট ক্লাবের ক্ষেত্রে ১০-১৫ জন এই আচার পালন করতে পারবে। যাদের ক্লাব ঠিক করে দেবে। 

আরও পড়ুন: ৩৫ অক্সিজেন প্লান্টের উদ্বোধনে মোদী


এমনকি কঠোরভাবে করোনা বিধি মানতে হবে। নিয়ম না মানলে সেই ক্লাবগুলোর পুজোর অনুমতি বাতিল করতে পারবে পুলিস। এমনটাই জানান হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সেই সঙ্গে এই বছর ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখ বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে। 

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে