প্রথম পাতা খবর জঙ্গলমহলে বিপুল কর্মসংস্থান, শালবনির সভায় বড়ো ঘোষণা মমতার

জঙ্গলমহলে বিপুল কর্মসংস্থান, শালবনির সভায় বড়ো ঘোষণা মমতার

255 views
A+A-
Reset

জঙ্গলমহলে ফের বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড়ো শিল্প হবে। শনিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে জানিয়ে দিলেন মমতা।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, এলাকাবাসীদের জন্য তাঁর কাছে সুখবর রয়েছে। প্রায় দেড় দশক আগে বাম জমানায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শিল্পায়নের জন্য পাওয়া জমির ‘অব্যবহৃত’ অংশ রাজ্য সরকারকে ফেরত দিচ্ছে জিন্দাল গোষ্ঠী। সেখানে নতুন শিল্পই গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন মমতা।

মমতা বলেন, “জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়েছিলেন। তার পর কিছু হয়েছিল? জিন্দালদের কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। ওঁরা কিছু জমি ফেরত দিচ্ছেন। জিন্দালদের ফিরিয়ে দেওয়া জমিতে একটি বড়ো মাপের শিল্প তৈরি হবে। প্রচুর মানুষের চাকরি হবে। শালবনিকে আমার সব কিছু দিয়েছি”।

এ দিন রাজ্যে শিল্পস্থাপনের বার্তা দেওয়ার পাশাপাশি দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকারকে একহাত নেন তিনি। দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৬ মাস পরেই দিল্লি বদলাবে। আর কয়েকদিন একটু কষ্ট সহ্য করুন। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি জিতবে না, নিশ্চিত।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন, “যে জমি ব্যবহার করা হচ্ছে না সেগুলি রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। ওই জমি ব্যবহার করেই কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য”। যদিও শালবনিতে কী শিল্প হবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে কর্মসংস্থানের ব্যবস্থা হলে সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.