সুদূর মার্কিন মুলুকেও এ বার দুর্গাপুজোয় থিমের জৌলুস

কলকাতার দুর্গা পুজো এখন শুধুমাত্র পুজোয় আটকে না থেকে শিল্প সংস্কৃতির নতুন দ্বার উনমুক্ত করেছে। থিমের পুজো নামে জনপ্রিয় হয়ে উঠেছে বিষয় ভাবনা কেন্দ্রিক মণ্ডপ সজ্জা। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে থিমের পুজো বেড়েই চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। এ বার সেই থিম-ই জায়গা করে নিচ্ছে সুদূর মার্কিন মুলুকে।

বাংলার দুর্গা পুজোর থিম সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সুদূর মার্কিন মুলুকে। দুর্গা পুজোর বিশ্বায়নে আরও একধাপ এগিয়ে এবার বিশেষ ভাবনা নিয়ে থিমের পুজো করতে উদ্যোগী হয়েছে তারা। বিশেষ ভাবনায় দুর্গা পুজো আয়োজনে উদ্য়োগী হয়েছে আমেরিকার নিউজার্সির দুর্গা পুজো উদ্যোক্তা উৎসব। শিল্পী ভরতোষ সুতার ফুটিয়ে তুলছেন ভাবনা।

বিশ্বব্যাপী হানাহানির মাঝে বাংলার শিল্প সংস্কৃতি কৃষ্টি নিয়ে শান্তিরূপে বিরাজমান থাকবেন দেবী দুর্গা। থিমের নাম বসুন্ধরা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে